ডিএমপি নিউজ রিপোর্ট: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৯ ফেব্রুয়ারী’১৭ রবিবার সিএমপি’র কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসমাইল @ মানিক ও মোঃ আবুল কালাম।
এ সময় তাদের হেফাজত থেকে ১৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা হতে ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।