ডিএমপি নিউজ : চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, রিভালবার ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পুলিশের একটি টিম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত ৮:০০ টায় চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ ফরিদ ও মোঃ নূর হোসেন সবুজ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ১টি রিভালবার ও ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।