ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামের ওয়াবদা কলোনী ডিটি রোডের ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)। গ্রেফতারকৃতের নাম মো: রাসেদুল ইসলাম(২৩)।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিএমপির গোয়েন্দা বন্দর বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন খান ডিএমপি নিউজকে বলেন, ৫ জানুয়ারি ২০১৯ রাত পৌনে চারটায় ডবলমুরিং থানার ওয়াবদা কলোনী ডিটি রোডের ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ রাসেদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে একটি লরি(শর্ট ভেহিকল) আটক করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।