ডিএমপি নিউজঃ চট্টগ্রামের কোতোয়ালী থানা এলকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ছৈয়দ নুর ওরফে ফাহিম(২৭)।
সিএমপি’র গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর, ২০১৯ বিকাল ০৫.৩৫ টায় চট্টগ্রামের কোতোয়ালী থানার সি.আর.বি সাত রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।