চট্টগ্রাম মহানগরীর একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার টন (৮০ হাজার বস্তা ) চাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে সাগরিকা এলাকায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামে উক্ত গুদামে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী। একই সাথে ১ মাসের বেশি সময় ধরে চাল মজুত রাখার অপরাধে চালের গুদামটি সিলগালা করা হয়েছে।
সাগরিকা এলাকায় বেশ কয়েকটি চালের গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বলেন, অভিযানে দেখা যায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স নামে একটি চালের গুদামে ১ মাস ৯ দিন ধরে চাল মজুত করে রাখা হয়েছে। যেখানে ৮০ হাজার বস্তায় প্রায় ৪ হাজার টন চাল রয়েছে। ১ মাসের বেশি সময় ধরে মজুত রাখার অপরাধে চালগুলো জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।