চট্টগ্রাম টেস্টে হারের শংকায় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে সমীকরণ অনেকটা সেকথাই বলছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে উইকেট হারাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাতে নিশ্চিত হারের পথেই যেন বাংলাদেশ। বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা থেমেছে ২০০ রান বেশি করে, অথ্যাৎ ৭১৩ রান করে। ২০০ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৮১ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে মাহমুদউল্লাহর দল। এখনও লঙ্কানদের চেয়ে ১১৯ রান পিছিয়ে স্বাগতিকরা। লঙ্কান স্পিনাররা যেভাবে বল ঘোরাতে শুরু করেছে, তাতে হারের শঙ্কাই জেগে ওঠার কথা বাংলাদেশ শিবিরে।
মুশফিকু রহীমের দুর্ভাগ্যজনক আউটের পরই চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ২৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১। উইকেটে রয়েছেন ১৮ রানে মুমিনুল হক। নতুন ব্যাটসম্যান উইকেটেই নামেননি। লঙ্কানদের চেয়ে এখনও ১১৯ রান পিছিয়ে বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫১৩ রান। মুমিনুল ১৭৬, মুশফিক ৯২ এবং মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৮৩ রানে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে। ১৯৬ রান করেন কুশল মেন্ডিস, ১৭৩ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং ১০৯ রান করেন রোশেনা সিলভা।