ডিএমপি নিউজঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিগত ৮ বছরে চট্টগ্রাম বন্দর ২৭ ধাপ এগিয়ে ৭১ তম অবস্থানে এসেছে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বন্দর উপদেষ্টা কমিটির ১২ তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে মন্ত্রী বলেন, একটি খুশির খবর দিয়ে আজকের সভা শুরু করতে চাই। ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন লয়েট লিস্টে বন্দরের অবস্থান ছিল ৯৮ তম। বিগত আট বছরে ২৭ ধাপ এগিয়ে এবার ৭১ তম অবস্থানে এসেছে। এটি প্রমাণ করে চট্টগ্রাম বন্দর পিছিয়ে নেই। এ মাসেই আমরা সার্টিফিকেট পাব। ঢাকায় অনুষ্ঠান করে আমরা এ আনন্দ উদযাপন করবো।
সভায় অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, এবিএম ফজলে করিম চৌধুরী, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো.আবদুস সামাদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বিবি/০৩