চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই মসি পেনপিমন সুয়ানাপোংগোস সৌজন্য সাক্ষাত করেন। বৃহষ্পতিবার দুপুরে মেয়রের বাসভবনে উক্ত সাক্ষাতে তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা করেন।
এ সময় থাইল্যান্ডের রাষ্ট্রদূত আবর্জনা থেকে দৈনিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাঝারী প্রকল্প চট্টগ্রামে স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য বৈঠকে মেয়র পাহাড়ের ক্ষয়রোধে পাহাড়ের উপর বিশেষ ধরনের গাছের আচ্ছাদন দেয়ার লক্ষ্যে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নানামুখি সেবাধর্মী কার্যক্রমের তথ্য রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌছে দিচ্ছে চট্টগ্রাম সিটিকর্পোরেশন।
এছাড়াও শিক্ষার আলোতে আলোকিত করার লক্ষ্যে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। বিশ্বমানের নগর গড়ার লক্ষ্যে পরিবেশ উন্নয়ন ও সবুজায়ন কার্যক্রমকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রাধান্য দিচ্ছে। মেয়র আশা করেন থাইল্যান্ডের মত বাংলাদেশের বন্ধুপ্রতিম সকল রাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। এসময় থাইল্যান্ড দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী, পিএইচ পি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন।