চট্টগ্রাামে একাধিক মামলার আসামী মোঃ আসলাম ওরফে ইমন ওরফে আলমাছ(৩০) কে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতয়ালী থানা পুলিশ।
২০ ফেব্রুয়ারি, ২০১৯ চট্টগ্রামের নন্দনকাননের কাটাপাহাড় এলাকা হতে রাত ০০:৫০ টায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তার হেফাজত হতে ১টি কাঠের বাটযুক্ত দেশী তৈরি একনলা এলজি, হালকা টিয়া রংয়ের ২টি কার্তুজ এবং ২টি কার্তুজের খোসা উদ্ধার করে।
চট্টগ্রামের কোতয়ালী থানা সূত্রে জানানো হয়, আসলামের নামে কোতয়ালী থানায় অস্ত্র আইনে ১টি ও দঃ বিঃ আইনে ৮টি মামলা রয়েছে।