ব্যালন ডি অ’র-এর দৌড়ে দুই সপ্তাহ আগে তিনি হেরে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। সোমবার চতুর্থবার পিচিচি খেতাব জিতে সি আর সেভেনকে টপকে নতুন কীর্তি গড়লেন লিওনেল মেসি। সেই সঙ্গে বাড়িয়ে দিলেন আগামী শনিবার লা লিগায় এল ক্লাসিকোর উত্তাপও।
২০১৬-১৭ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কার জিতেছেন মেসি। রোনালদো জিতেছেন তিনবার। তবে এই মুহূর্তে তাঁর একমাত্র লক্ষ্যে যে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারানো, তা পুরস্কার অনুষ্ঠানেই স্পষ্ট করে দিয়েছেন মেসি। বার্সেলোনা তারকা বলেছেন, ‘এল ক্লাসিকো জয়টাই হবে বার্সা সমর্থকদের জন্য বড়দিনের উপহার।’ সঙ্গে যোগ করেছেন, ‘এই ম্যাচটা সব সময়ই আমার কাছে স্পেশাল। রিয়ালকে ওদের ঘরের মাঠে হারানোর আনন্দই আলাদা।’ স্পেনের সবচেয়ে মূল্যবান ফুটবলার হিসেবে একই মঞ্চে বিশেষভাবে পুরস্কৃত করা হয় আন্দ্রেস ইনিয়েস্তাকে।
চব্বিশ ঘণ্টা আগেও পুরস্কার হাতে দেখা গিয়েছিল মেসিকে। উয়েফার বিচারে গত মৌসুমে ইউরোপের লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট জিতেছিলেন মেসি। ভক্তদের দেখানোর জন্য রবিবার ক্যাম্প ন্যু-তে সেই বুট নিয়ে এসেছিলেন তিনি। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচের আগে হাসি মুখে ছবিও তোলেন সোনার বুট হাতে। কিন্তু ৭০ মিনিটে পেনাল্টি নষ্ট করার যন্ত্রণায় ম্যাচের শেষে থমথমে মুখে মাঠ ছাড়েন মেসি। তাতেও অবশ্য দেপোর্তিভোর বিপক্ষে ৪-০ গোলে জিততে সমস্যা হয়নি বার্সেলোনার। জোড়া গোল করেন লুইস সুয়ারেস ও লিনহো। তবে ম্যাচের পরে বার্সেলোনা শিবিরে উৎসবের বদলে ক্ষোভের আবহ।