ডিএমপি নিউজঃ ওভালে চতুর্থ টেস্ট ম্যাচে ১৫৭ রানে ইংল্যান্ডকে হারালো ভারত। ওভালে এটা ভারতের ৫০ বছর পর প্রথম জয়। এই জয়ে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ভারতের দেয়া ৩৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে চতুর্থ দিনে ৭৭ রান তুলে ইংলিশরা। ফলে পঞ্চম এবং শেষ দিনে তাদের প্রয়োজন ছিল আরও ২৮৯ রান। হাতে ছিল ১০ উইকেট।
দলীয় ১০০ রানে এবং ব্যক্তিগত ৫০ রানে শার্দুল ঠাকুরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ররি বার্নস। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা ডেভিড মালান ৫ রান করে রানআউট হন। জো রুটের সঙ্গেও ২১ রানের জুটির পর জাদেজার বলে বোল্ড হন ৬৩ করা হাসিব। এছাড়া ওলি পোপ ২, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ০, ক্রিস ওকস ১৮ রানে আউট হয়ে যান।
ইংল্যান্ডের দলীয় ১৮২ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে জো রুটকে আউট করেই যেন আনন্দে মেতে ওঠে ভারতীয় শিবির। ভারতের পেস আক্রমণে ২১০ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা।
৩ উইকেট নিয়ে ভারতের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন উমেশ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ এবং শার্দুল ঠাকুর আর স্পিনার রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ৬১.৩ ওভারে ১৯১
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮৪ ওভারে ২৯০
ভারত দ্বিতীয় ইনিংস: ৪৬৬
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৯২.২ ওভারে ২১০ (লক্ষ্য ৩৬৮) (বার্নস ৫০, হাসিব ৬৩, মালান ৫, রুট ৩৬, পোপ ২, বেয়ারস্টো ০, মঈন ০, ওকস ১৮, ওভারটন ১০, রবিনসন ১০*, অ্যান্ডারসন ২ ; উমেশ ৩/৬০, বুমরাহ ২/২৭, জাদেজা ২/৫০, সিরাজ ০/৪৪, শার্দুল ২/২২ )
ফল: ভারত ১৫৭ রানে জয়ী।
সিরিজ: ভারত ২-১ ব্যবধানে এগিয়ে (পাঁচ ম্যাচ সিরিজ)