ডিএমপি নিউজঃ রাজধানীতে ট্রাফিক সপ্তাহের ৯ম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩০৮০ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৩৫ টি মোটর সাইকেল।
ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৮৫টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪ টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ৩৭ টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭৬২টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১৬৭টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৫৯৯ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২ ভিডিও এবং ৯টি সরাসরি মামলা দেয়া হয়েছে।
১৩ আগস্ট, ২০১৮ সোমবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট, ২০১৮ পর্যন্ত চলবে।