কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে শনিবার (১৫ জুন) একপেশে ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপের প্রথম জয় পেলো দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দ্বিতীয় দফা বৃষ্টির পর ১ রানে চার উইকেট হারিয়ে দিশা হারানো আফগানিস্তান আর কক্ষপথে ফিরতে পারেনি। ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে ৩৪ ওভার ১ বলে ১২৫ রানে অলআউট হয়ে যায় টস হেরে ব্যাট করতে নামা গুলবাদিন নাইবের দল। ২৯ রানে ৪ উইকেট নিয়ে এতে সবচেয়ে বড় অবদান লেগ স্পিনার ইমরান তাহিরের।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১২৭ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। ডি ককের ফিফটিতে ১১৬ বল বাকি থাকতে সেই লক্ষ্য পেরিয়ে যায় তারা।
আফগানিস্তান ৫.৫ ওভারে ৩৩ রান তোলার পর নামে প্রথম দফার বৃষ্টি। ২৫ মিনিট পর খেলা শুরু হলে ছেদ পড়ে রানের গতিতে। খানিক পর কাগিসো রাবাদার করা নবম ওভারের দ্বিতীয় বলে হজরতউল্লাহ জাজাই ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় স্কোরে ১৭ রান যোগ হতে ক্রিস মরিসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান রহমত শাহ।
ছোট রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল সাবধানী। নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন হাশিম আমলা। থিতু হওয়ার পর শট খেলেন ডি কক। রানের গতি বাড়ান তিনিই। ৫৮ বলে স্পর্শ করেন পঞ্চাশ। কিপার-ব্যাটসম্যানকে ফিরিয়ে ১০৪ রানের জুটি ভাঙেন নাইব। ৮ চারে ৭২ বলে ৬৮ রান করেন ডি কক।
প্রমোশন দিয়ে তিনে ফেলুকোয়ায়োকে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ছক্কায় ম্যাচ শেষ করে আসেন এই অলরাউন্ডার। টেস্ট মেজাজের ব্যাটিংয়ে ৮৩ বলে চারটি চারে ৪১ রানে অপরাজিত থাকেন আমলা।
দারুণ বোলিংয়ে চার উইকেট নেওয়া অভিজ্ঞ লেগ স্পিনার তাহির জেতেন ম্যাচ সেরার পুরস্কার।