চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ইজারা নেয়ার চুক্তি করেছে ভারত। তিন বিলিয়ন ডলারের এ চুক্তি অনুযায়ী ভারতকে ১০ বছরের জন্য পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ ইজারা দেবে রাশিয়া।
পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দেয়া হলো। পরমাণু শক্তিধর দেশ দু’টি ফেব্রুয়ারি ২৭ তারিখে আকাশে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে আকাশে এ যুদ্ধে মিগ-২১সহ দু’টি বিমান ভারত হারিয়েছে।
এ ছাড়া, মিগ-২১’র উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করেছিল। অবশ্য, শুভেচ্ছা নিদর্শন স্বরূপ তাকে ৬০ ঘণ্টার কম সময়ের মধ্যে মুক্তি দেয় পাকিস্তান।
আক্রমণের কাজে ব্যবহারে-সক্ষম আকুলা শ্রেণির পরমাণু ডুবোজাহাজকে ভারত চক্র-৩ হিসেবে নামকরণ করবে। ২০২৫ সালের মধ্যে চক্র-৩’কে ভারতের কাছে হস্তান্তর করা হবে।
দামসহ অন্যান্য বিষয়ে কয়েক মাসব্যাপী নানামুখী আলোচনার পর দুই দেশের মধ্যে এ চুক্তি সই করা হয়। সরকারি পর্যায়ে এ চুক্তি হয়েছে ৭ মার্চ। অবশ্য, চুক্তির বিষয়ে কোনো কথা বলতে অস্বীকার করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর পার্সটুডে
ভারতকে এ নিয়ে তিনটি ডুবোজাহাজ ইজারা দিল রাশিয়া। আইএনএস চক্র নামের ডুবোজাহাজ ১৯৮৮ সালে তিন বছরের জন্য ভারতকে ইজারা দেয়া হয়েছিল। ২০১২ সালে ১০ বছরের জন্য ইজারা দেয়া হয় আইএনএস চক্র-২’কে। ২০২২ সালে এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে।