ডিএমপি নিউজ: তীব্র তাপদাহের কারণে সারাদেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তাপমাত্রার কারণে গরম বেশী অনুভূত হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। এরপরও স্বীয় কর্তব্য থেকে পিছু হটার উপায় নেই ট্রাফিক পুলিশ সদস্যদের। রোদ, বৃষ্টি, ঝড়ের মতো প্রচন্ড দাবদাহের মধ্যেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। ঠিক এই সময়টাতে তাদের মনোবল অটুট রাখতে ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
উচ্চ তাপমাত্রায় ট্রাফিক পুলিশ সদস্যদের পানিস্বল্পতা ও শারীরিক দুর্বলতার হাত থেকে রক্ষা করতে বিশেষ এ প্রণোদনা দিয়ে ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যের জন্য সুপেয় পানির বোতল, খাবার স্যালাইন, ফলের জুস, লেবুর শরবত প্রভৃতি সরবরাহ করা হচ্ছে। প্রতিটি ট্রাফিক-বক্সে হাত-মুখ ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দাবদাহ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে ও তাদের স্বাস্থ্য ভালো রাখতে গ্রহণ করা হয়েছে নানা ধরনের কার্যকরী উদ্যোগ। দাবদাহ যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে।
বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি স্যারের এ উদ্যোগ একদিকে যেমন ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের মনোবলকে আরো দৃঢ় করেছে সেইসাথে শরীর সুস্থ রেখে কর্মস্পৃহা বাড়িয়েছে বহুগুণে। যার সুফল সরূপ প্রচন্ড তাপদাহের মধ্যেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সর্বোত্তম সেবা পাচ্ছেন সম্মানিত নগরবাসীরা।
মানবিক ও মহৎ এ উদ্যোগ গ্রহণ করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সকল সদস্যরা আনন্দিত। এই ধরণের দূর্যোগ মুহুর্তে স্যারকে কাছে পেয়ে সবাই কৃতজ্ঞ।