ডিএমপি নিউজ : টাকা বা অন্য কিছু নয়, চাঁদা হিসেবে এবার দাবি করা হলো বিট কয়েন। না দিলে বা আইনের আশ্রয় নিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। কিন্তু শেষ রক্ষা হলো না, খুব অল্প সময়ে তাকে গ্রেফতার করলো ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ জাহাঙ্গীর আলম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ওয়ারী জোন) এস, এম, শামীম বলেন, গত ২৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতার হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি চাঁদা হিসেবে ৬টি বিট কয়েন দাবি করে। না দিলে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি প্রদান করে। আওয়ামী লীগ নেতা কালক্ষেপন না করে ওয়ারী থানায় অভিযোগ করলে একটি মামলা রুজু হয়।
তিনি আরো বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ও প্রযুক্তির সহায়তায় বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হুমকিদাতা মোঃ জাহাঙ্গীর আলমকে। এই যুবক রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার সিএসই বিভাগের ছাত্র বলে পুলিশকে জানিয়েছে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভার্চুয়াল কারেন্সি বিট কয়েন ক্রয়-বিক্রয়কারী। গত ২৬ মার্চ বেলা পৌনে তিনটার দিকে ভিকটিমের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে ৬টি বিট কয়েন কিনে দেওয়ার দাবি করে। প্রতিটি বিট কয়েনের মূল্য ৬৬ হাজার ৩৬২.৮ ইউএস ডলার এবং বাংলাদেশি টাকার পরিমান ৭২,৪৮,৩৫৪ টাকা অর্থাৎ ৬ টি বিট কয়েনের মূল্য ৪ কোটি ৩৪ লক্ষ ৯০ হাজার ১২৭ টাকা। ইতোপূর্বে সে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং অর্থ মন্ত্রীর একান্ত সচিবকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেছিল।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের নিকট থেকে ১টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ ও বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড সহ ২টি সিম কার্ড জব্দ করেছে থানা পুলিশ।