ডিএমপি নিউজঃ চাঁদে অভিযান চালানোর পরিকল্পনা করছে চীন। পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই মনুষ্যবিহীন একটি মহাকাশযান চাঁদে পাঠিয়ে সেখান থেকে মাটি সংগ্রহ করার কথা জানিয়েছে দেশটি। ১৯৭০-এর দশকের পর এই প্রথম চাঁদ থেকে মাটি সংগ্রহ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চীন। চীন যে মহাকাশযানটি চাঁদে পাঠাবে তার নাম দেওয়া হয়েছে চ্যাং’ই-৫।
যদি চীনের এই অভিযান সফল হয় তাহলে তারা হবে চাঁদের মাটি সংগ্রহ করার তৃতীয় দেশ। এর আগে কয়েক দশক আগে চাঁদের মাটি সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
১৯৫৯ সালে চাঁদে অবতরণ করে সোভিয়েত ইউনিয়নের লুনা-২। কিন্তু সেখানেই সেটি বিধ্বস্ত হয়। তবে এরপর জাপান ও ভারতসহ আরো কিছু দেশ চাঁদে অভিযান পরিচালনা করেছে।
চাঁদে প্রথম মানুষ পাঠানো হয় অ্যাপোলো কর্মসূচির মাধ্যমে। ওই সময় ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ছয়টি মিশনে ১২ জন নভোচারীকে চাঁদে পাঠায় যুক্তরাষ্ট্র। এ সময়ে তারা চাঁদের মাটি ও পাথর মিলিয়ে ৩৮২ কেজি পৃথিবীতে বহন করে নিয়ে আসেন।
১৯৭০-এর পর থেকে সোভিয়েত ইউনিয়ন তিনটি সফল রোবোটিক মিশন পাঠায় চাঁদে। তারা চাঁদের নমুনা নিয়ে ফিরে আসে। চাঁদের ‘সি অব ক্রাইসিস’ অথবা মারে ক্রিসিয়াম থেকে ১৯৭৬ সালে সোভিয়েতের মিশন লুনা-২৪ বহন করে আনে ১৭০.১ গ্রাম নমুনা।
এ অভিযানে চাঁদের বুক থেকে দুই কেজি নমুনা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চীনের।