ডিএমপি নিউজ: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি, ছুরি ও চাকুসহ আটজন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ লোকমান হোসেন, রাব্বি মোল্লা, মোঃ আসাদ মন্ডল, মোঃ রানা মিয়া, মোঃ নাসিম ওরফে নাঈম, মোঃ হাসান শেখ, মোঃ বাবু ও মোঃ হাসান।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (২৬ জুলাই ২০২২) ঢাকা মহানগরে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজার এলাকায় কতিপয় ব্যাক্তি ডাকাতি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রহমান ম্যানশনের উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় রাত ০৯:১৫ টায় অভিযান পরিচালনা করে ২টি চাপাতি, ২টি ছুরি ও ৪টি টিপ চাকুসহ ওই ডাকাতদের গ্রেফতার করা হয়।
ডিএমপির তেজগাঁও থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।