রাজধানীর খিলগাঁও এলাকা হতে চারটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি পুলিশ চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইদুল ইসলাম সুজন (৩৪), মোঃ মোস্তফা কামাল (৩০), মোঃ মামুন (২২) ও মোঃ সুজন সিকদার(২২)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ২০.০৫টায় খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান টেম্পু স্ট্যান্ড সংলগ্ন জিঞ্জিরা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পাশের গলি হতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
এ সময় পুলিশ তাদের হেফাজত হতে চারটি চোরাই মোটর সাইকেল ও একটি ডিজিটাল সদৃশ নম্বরপ্লেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।