ডিএমপি নিউজঃ ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রায়হান, মোঃ হাসান, মোঃ হাসিব হাসান ও মোঃ জাহিদ হাসান।
রামপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বিপিএম জানান, গত ১১ জুন ২০২২ তারিখ ভোর ৪:৫০ টায় রাজধানীর বনশ্রী ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে একটি ছিনতাইয়ের ঘটনায় ১২ জুন রামপুরা থানায় একটি মামলা রুজু হয়।
তিনি বলেন, মামলাটি তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়। রবিবার (১২ জুন ২০২২) বিকালে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ও লালমিয়ার গলি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।