ফিফা র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৬ থেকে ১৯২তে উঠেছে তারা। গতকাল ঘোষিত র্যাঙ্কিংয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েও ইংল্যান্ড থেকে এগিয়ে আছে ইতালি।
তাদের অবস্থান ১৪-তে। আর ইংল্যান্ড ১৫। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। অন্যদিকে নভেম্বরে দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ব্রাজিলের সঙ্গে ড্র করেও তিন ধাপ নিচে নেমেছে ইংল্যান্ড।
শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। তাদের পরেই রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অবনতি হয়েছে ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের। পাঁচ ধাপ নিচে নেমে ওয়েলস ১৯তম, একধাপ নিচে নেমে উত্তর আয়ারল্যান্ড ২৪তম এবং তিনধাপ নেমে স্কটল্যান্ড রয়েছে ৩২তম অবস্থানে।
ফিফা র্যাঙ্কিং
১. জার্মানি ২. ব্রাজিল ৩. পর্তুগাল ৪. আর্জেন্টিনা ৫. বেলজিয়াম ৬. স্পেন ৭. পোল্যান্ড ৮.জারল্যান্ড ৯. ফ্রান্স ১০. চিলি।