ওদের কাজ হলো কখনও দিন মজুর, কখনও রিকশাওয়ালা, কখনও রং মিস্ত্রি, কখনও বা রাজমিস্ত্রি সেজে সাধারন মানুষের নিকট ডলার বা দিনার বা রিয়াল নিয়ে প্রতারণার মাধ্যমে বিক্রি করা। নিরীহ সহজ সরল মানুষ অধিক মুনাফার আশায় উক্ত প্রতারক চক্রের পাতানো ফাঁদে পা দেয়।
তারা নগদ টাকা নিয়ে বিদেশী মুদ্রা দেওয়ার নাম করে অত্যন্ত সু-কৌশলে কাগজের বান্ডিল বা কাগজে মোড়ানো গামছা ধরিয়ে দেয়।
এরপর খোয়ায় সর্বস্ব। এমনিই একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- পান্নু শেখ(৪০), মোঃ শুক্কুর আলী কাজী(৩৭), মোঃ মজিবর মোল্লা(৫৫) ও মোঃ রফিক শেখ(৩০)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ১৭ জানুয়ারী ২০১৮ তারিখ ১৮.১৫ টায় সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এই চার প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে সাতটি সৌদি আরবের ৫০ রিয়াল এর নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে বের হয় প্রতারক চক্রের পাতানো ফাঁদের গল্প। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।