কৃষিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রযুক্তিকে কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিতে চায় সরকার । এখন থেকে ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষি সংক্রান্ত সব ধরণের সেবা পাবেন কৃষকরা। যুগোপযোগী কৃষি সেবার লক্ষ্যেই বর্তমান সরকার এই সেবা চালু করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে, গণভবনে আয়োজিত ‘ডিজিটাল প্লাটফর্ম বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবার’ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শুধু ডিজিটাল সুবিধা নয়, কৃষকদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করতে চায় সরকার। একইসঙ্গে কৃষক-সন্তানদের শিক্ষা বিস্তারেও সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশের ৮ হাজার ৪শ’ পোস্ট অফিস ডিজিটালাইজ করার পাশাপাশি সারাদেশে ইন্টারনেট সেবা চালু করেছে সরকার। উপজেলা পর্যায়ে ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে চায় সরকার।