ডিএমপি নিউজঃ বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদন্ড। একটি দেশ ও জাতিকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে ধারাবহিকভাবে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশ সরকার এই লক্ষ্যকে পুঁজি করে দেশের শিক্ষা ব্যবস্থাকে গতিময় করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। চালু করেছেন বিভিন্ন রকমের শিক্ষা সহায়তামূলক বৃত্তির ফান্ড। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে সাম্প্রতিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণ নিজস্ব তহবিল হতে একটি শিক্ষাবৃত্তি তহবিল গঠন করেছে। এই তহবিল হতে ডিএমপিতে কর্মরত সকল পুলিশ সদস্যের সন্তানদের লেখাপড়া নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে শিক্ষা সহায়তামূলক বৃত্তি প্রদান করা হবে।
ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর উদ্যোগে ও পরিকল্পনায় ডিএমপি শিক্ষাবৃত্তি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ সংক্রান্তে একটি শিক্ষাবৃত্তি ফান্ড চালু করা হয়েছে।
এখান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মরত পুলিশ সদস্যের সন্তানদের অব্যহত লেখাপড়া বজায় রাখতে ও ভালো ফলাফল ধরে রেখে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।
দুই পদ্ধতিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হবেঃ
১। মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি (যে সকল পুলিশ সদস্যদের সন্তানেরা পিইসি, জেএসসি, এসএসসি, এইসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করবে তাদের জন্য মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি)।
২। শিক্ষা সহায়ক বৃত্তি ( অসচ্ছল পুলিশ সদস্য ও সিভিল স্টাফের সন্তানদের লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখতে এই শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হবে)।
যারা পাবেন এই শিক্ষাবৃত্তিঃ
১। শুধুমাত্র ডিএমপিতে কর্মরত যেকোন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ তাদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করাকালীন সময়ে তাকে অবশ্যই ডিএমপিতে কর্মরত থাকতে হবে।
২। মেধাভিত্তিক ও উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তির যোগ্যতা কমিটির মাধ্যমে নির্ধারিত হবে।
৩। শিক্ষাসহায়ক বৃত্তির ক্ষেত্রে ঐ শিক্ষার্থীর অভিভাবক আবেদন করবেন।
৪। বৃত্তির ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নিয়মিত ছাত্র/ছাত্রী হতে হবে।
৫। বিবাহিত শিক্ষার্থীগণ আবেদনের অযোগ্য হিসেবে গণ্য হবে।
৬। একই পরিবারের একই সময়ে সর্বোচ্চ দুইজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আবেদন করা যাবে।
৭। উচ্চশিক্ষা বৃত্তির ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়/ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
যেভাবে করতে হবে আবেদনঃ
১। নির্ধারিত ফরমে শিক্ষার্থীর পিতা/মাতা যিনি ডিএমপিতে কর্মরত তাকে আবেদন করতে হবে।
২। বিষয়ের ক্ষেত্রে মেধাবৃত্তি, শিক্ষাসহায়ক বৃত্তি অথবা উচ্চশিক্ষা বৃত্তির মধ্যে কোনটার জন্য আবেদন করবেন তা পরিস্কার করে আবেদনে উল্লেখ করতে হবে।
৩। মেধাবৃত্তির ক্ষেত্রে আবেদনপত্রের সাথে শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর ইউনিফর্মসহ এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষার্থীর পিইসি/জেএসসি/এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্রের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
৪। শিক্ষাসহায়ক বৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তির ক্ষেত্রে আবেদনকারী সভাপতি বরাবর আলাদা কাগজে চাহিত আর্থিক সাহায্যের পরিমাণ ও এর যৌক্তিকতা উল্লেখপূর্বক আবেদনপত্রের সাথে শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবদেনকারীর ইউনিফর্মসহ এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি/সুপারিশ সংযুক্ত করতে হবে।
৫। অন্য কোন সরকারী/বেসরকারী খাত হতে বৃত্তি পেয়েছে কি না? তা যাচাই করা হবে।
৬। আবেদনপত্র উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) ও সদস্য সচিব ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান কমিটি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর প্রেরণ করতে হবে।
আবেদনপত্র পাবেন যেখানেঃ
আবেদনপত্রটি পাওয়া যাবে ডিএমপি ওয়েবসাইট (www.dmp.gov.bd), ডিএমপি সদর দপ্তর এর অভ্যর্থনা ডেস্ক, ডিএমপি’র সকল উপ-পুলিশ কমিশনারের কার্যালয়, কল্যাণ শাখা, ডিএমপি’র সকল থানার অফিসার ইনচার্জ, অধ্যক্ষ রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ শহীদ পুলিশ স্মৃতি স্কুল মিরপুর।
বিস্তারিত আরও জানতে ক্লিক করুন…
পাতা-১, পাতা-২, পাতা-৩, পাতা-৪, পাতা-৫, পাতা-৬।