ঢালিউডের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। পারিবারিকভাবে বাগদান হয়েছে হিশাম চিশতীর সঙ্গে ঢালিউডের এ নায়িকার। পেশায় তিনি একজন ব্যবসায়ী। চিশতী কানাডায় থাকেন।
বাগদান সম্পর্কে তমা মির্জা বলেন, পারিবারিকভাবে পরিচয় আমাদের। তাদের পরিবারের লোকজন এসে ঘরোয়া এক অনুষ্ঠানে আংটি পরিয়েছে। এপ্রিলে চিশতী দেশে আসবে। এরপর আমরা সকলকে জানিয়ে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করবো।
উল্লেখ্য যে, নির্মাতা শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ ছবিতে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মির্জা।
বতর্মানে ‘ঝুম’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘পাপকাহিনী’সহ বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তমা। এছাড়া ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন তমা।