চীনের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করেছে রাশিয়া। ২০১৪ সালে সই হওয়া চুক্তির আওতায় বেইজিংকে এ ব্যবস্থা দিচ্ছে মস্কো।
গতকাল (বুধবার) নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দ্বিতীয় চালানের প্রথম ব্যাচের সরঞ্জাম বাল্টিক উপকূলের উস্ত-লুগা বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে এবং সেটি চীনের দিকে রওয়ানা দিয়েছে।
সূত্র বলছে, তুরস্কের মতো নির্দিষ্ট সময়ের কয়েক মাস আগেই চীনের কাছে এ ব্যবস্থা হস্তান্তর করা হলো। ওই সূত্র আরো জানিয়েছে, এস-৪০০’র পুরো রেজিমেন্ট তিনটি জাহাজে করে নেয়া হচ্ছে।
২০১৪ সালে চীন এস-৪০০ ক্ষেপণাস্ত্রের চার থেকে ছয়টি ইউনিট কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে যার আনুমানিক মূল্য ছিল ৩০০ কোটি ডলার। চীনের কাছে ক্ষেপণাস্ত্র্র ব্যবস্থা হস্তান্তরের আগে দেশটির একদল সেনাকে এস-৪০০ পরিচালনার জন্য উপযোগী করতে তুলতে প্রশিক্ষণ দিয়েছে রুশ বিশেষজ্ঞরা। গত বসন্তে প্রথম চালান পায় চীন এবং এরইমধ্যে তারা সফলতার সঙ্গে এস-৪০০’র পরীক্ষা শেষ করেছে।