ডিএমপি নিউজঃ চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। বুধবার (১৩ জানুয়ারি) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই টিকা নিয়েছেন।
দেশটির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেয়ার পর পরবর্তীতে তাকে দ্বিতীয় ডোজ নিতে হবে।
প্রেসিডেন্টের পরে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরাও এই টিকা নিয়েছেন।
ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (বিপিএম) সোমবার (১১ জানুয়ারি) চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেয়।
চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ৬৫ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে জানায় দেশটি।