চীনের উত্তরাঞ্চলের হেবাই প্রদেশে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২৩ জন। স্থানীয় সরকারের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়।
জিংতাই কাউন্টির প্রচার বিভাগ জানায়, প্রদেশটির এক মহাসড়কে একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বিকেল ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন এবং হাসপাতালে নেয়ার পর ৪জন মারা যায়।
এ ঘটনায় আহত অপর ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দেশটির কর্তৃপক্ষ জানায়।