চীন-ভারত সংঘর্ষের জের এবার এসে পড়ল ডিজিটাল ক্ষেত্রেও। একেবারে চীনের উপরে ডিজিটাল স্ট্রাইক মোদী সরকারের। ইতিমধ্যে ভারত সরকারের তরফে ব্যান করা হয়েছে একাধিক টিকটক সহ একাধিক চীনের অ্যাপ। মোদী সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যে অনেকেই স্বস্তি পেয়েছেন।
তবে টিকটক ব্যান হওয়াতে যেমন সকলে খুশি হয়েছেন তেমনি স্বস্তি পেয়েছেন পাবজি খেলোয়াড়রা। তবে একই সঙ্গে সোশ্যাল মিডিয়া কার্যত ভরে উঠেছে একাধিক মিমএ। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে টিকটক সহ ব্যান করা হয়েছে একাধিক অ্যাপ। ওই অ্যাপ গুলির মধ্যে এমন অনেক অ্যাপ ছিল যে গুলো বেশ গুরুত্বপূর্ণ।
আর এই সিদ্ধান্তের ফলে ওই অনলাইন ভিডিও মাধ্যম অর্থাৎ ইউটিউব ব্যবহারকারীরা যথেষ্ট খুশি হয়েছেন। এমনকি তারা একাধিক মিম সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন এবং ছড়িয়ে দিচ্ছেন।
একই সঙ্গে স্বস্তি পেয়েছেন পাবজি খেলোয়াড়েরা। তারাও রীতিমত সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন।