চীনের নয়া বোমারু উড়োজাহাজ প্রদর্শন। কৌশলগত এ বোমারু উড়োজাহাজ দিয়ে চীনের সেনাবাহিনী যেকোনো প্রতিকূল আবহাওয়ায় সব ধরনের অভিযান পরিচালনা করতে পারবে।
দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চলমান মতবিরোধ ও ওই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর কারণে পরিস্থিতি যখন উত্তপ্ত তখন এই উড়োজাহাজটি উদ্বোধন করল বেইজিং। উড়োজাহাজটির প্রথম প্রদর্শনী উপলক্ষে একটি মহড়ারও আয়োজন করে চীন।
চীনের নয়া এ বোমারু উড়োজাহাজটির নাম এইচ-সিক্সজে।এটি একসঙ্গে সাতটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ওয়াইজে-১২’ বহন করতে পারে। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষপণাস্ত্র।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এই বোমারু উড়োজাহা টি আকাশে অন্য বিমান থেকে জ্বালানী সংগ্রহ করতে পারে। তবে নিরাপত্তার কারণে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি বেইজিং।