চীনের পূর্বাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। একটি গ্যাস লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
নগরীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে শানডং প্রদেশের একটি পার্লাইট কারখানায় এই বিস্ফোরণ ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিস্ফোরণের সময় নিহত পাঁচ শ্রমিকের সকলেই কিংঝউ নগরীর ওই কারখানায় ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রাথমিক তদন্তে তরলীকৃত গ্যাসের লাইন ফুটো হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।’
এই ঘটনায় কোম্পানির এক কর্মকর্তাকেও স্থানীয় কর্তৃপক্ষ আটক করেছে।