চীন থেকে আপেল, নাশপাতিসহ বেশকয়েকটি ফল আমদানি সাময়িক স্থগিত করেছে ভারত। কীটনাশকের উপস্থিতির অভিযোগ এর কারন বলে জানা গেছে । ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে , টানা কয়েকবারের পরীক্ষায় আমাদানিকৃত ফলে কীটনাশকের উপস্থিতি ধরা পড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
ভারত এমন সময়ে এ সিদ্ধান্ত গ্রহণ করল যখন ওয়ান বেল্ট ওয়ান রোড ইস্যুতে চীন প্রতিবেশী দেশগুলো সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের দিগন্ত উন্মোচনে ব্যস্ত।
ইকোনমিক টাইমস জানায়, চীন থেকে ভারতের মোট সবজি ও ফল আমদানির ৯০ শতাংশই আপেল ও নাশপাতি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে ভারত চীন থেকে ১৩ কোটি ২০ লাখ ডলারের আপেল ও নাশপাতি আমদানি করেছে, যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ।
এসব ফল আমদানি বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে ভারতের এক কর্মকর্তা জানান, আমরা বারবার চীন থেকে আসা আপেল, নাশপাতি ও গাঁদা ফুলের বীজে কীটনাশক পেয়েছি। এজন্যই অস্থায়ীভাবে এসব আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফল আমদানি বন্ধের কারণ হিসেবে ভারত স্থানীয় কৃষির জন্য গুরুতর বায়োসিকিউরিটি ঝুঁকির কথা উল্লেখ করেছে। চলতি মাসের ১ তারিখ চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘আপেল, নাশপাতি ও গাঁদা বীজে নিয়মিত পরীক্ষায় কীটনাশকের উপস্থিতি চীনে ফাইটোস্যানিটারি নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি নির্দেশ করছে। ’