চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে গেলে সাতজনের প্রাণহানি ঘটে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
নগর সরকার সূত্রে বলা হয়েছে, সোমবার ভোর ছয়টার কিডং নগরীর উপকূলে এই দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি দশ আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। কিডংয়ের পুলিশ দুর্ঘটনার বিষয়ে জানানোর পর উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে।
গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। গাড়ির সাত আরোহী মারা গেছে। অপর একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কামুক্ত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।