ভারতের ওপর আর নির্ভরশীল নয় নেপাল৷ এতদিন সাইবার স্পেসে যোগাযোগের জন্য ভারতের ওপর নির্ভরশীল ছিল নেপাল৷ কিন্তু এবার তারা ভারতের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে জুটি বেঁধেছে চীনের সঙ্গে৷
চীনের সাহায্যে এবার ইন্টারনেটের সুবিধা নিচ্ছে নেপাল৷ ইন্টারনেট পরিষেবার জন্য তারা চীনা অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে৷ হিমালয় পর্বতের এপার থেকে ওপারে অপটিক্যাল ফাইবার নিয়ে গিয়েছে তারা৷ চীনা ফাইবার রাসুয়াগাড়ি সীমা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
প্রতি সেকেন্ডে এর স্পিড ১.৫ গিগাবাইট৷ ভারতের বিরাটনগর, ভাইরাওয়া ও বীরগঞ্জ দিয়ে যে অপটিক্যাবল ফাইবার নিয়ে যাওয়া হয়েছে, তার থেকে এর গতি কম৷ ভারতের অপটিক্যাল ফাইবারের স্পিড প্রতি সেকেন্ডে ৩৪ গিগাবাইট৷
২০১৬ সালে চায়না টেলিকমিউনিকেশনের সঙ্গে নেপাল টেলিকম একটি মউ চুক্তি সাক্ষর করে৷ সেই চুক্তি অনুসারে নেপালের ইন্টারনেট নেটওয়ার্ক চীন থেকে কাজ করবে৷
নেপালের তথ্য ও জ্ঞাপন মন্ত্রী মোহন বাহাদুর বাসনেত জানিয়েছেন, চীন থেকে হিমালয় হয়ে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে৷ অপটিক্যাল ফাইবার লিঙ্ক নেপাল ও চিনের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে৷ এর ফলে দেশের (নেপালের) ইন্টারনেট পরিষেবার উন্নতি হবে৷