চীনে দেশজুড়ে লকডাউন আগেই উঠেছে। এবার চীনে একদিনে সবচেয়ে কম আক্রান্ত হওয়ার রেকর্ড। শনিবার চীনজুড়ে করোনায় আক্রান্ত হলেন ১৬ জন।
গত মাস অর্থাৎ মার্চের ১৬ তারিখের পর থেকে চীনে এই প্রথম মাত্র ১৬ জন একদিনে করোনায় আক্রান্ত হলেন। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে ৯ জন বাইরে থেকে করোনায় আক্রান্ত হয়েছেন, রয়টার্স সূত্রে এখবর মিলেছে।
করোনায় এখন পর্যন্ত চীনে মোট মৃত্যু হয়েছে ৪৬৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার এবং দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারের বেশি মানুষ।
চীনের হুবেই প্রদেশে এখন পর্যন্ত ৩ হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ। তবে এই প্রদেশে সেরে উঠেছেন ৬৪ হাজার ১৪ জন মানুষ। হেনানে মৃতের সংখ্যা ২২ জন ও আক্রান্ত হয়েছেন ১৫৩২ জন। হুনান প্রদেশে ১০১৯ জন আক্রান্ত হলেও সেরে উঠেছেন ১০১৪ জন মানুষ।
অন্যদিকে করোনা থেকে প্রায় মুক্তির পথের দিকে এগোলেও করোনা ইস্যুতে চীনকে স্বস্তি দিচ্ছে না আমেরিকা। গোটা বিশ্ববাসী যখন করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন অবিশ্বাস্য ভাবে করোনার উৎপত্তিস্থল চীনে ক্রমশ শূন্যে নেমে আসছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আর এতেই চীনের প্রতি সন্দিহান আমেরিকা সহ বিশ্বের অন্য দেশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার জন্য চীনকেই দায়ী করেছেন। চীনের তথ্য গোপনের কারনে গোটা বিশ্ব যে আজ তার ফল ভোগ করছে তা নিয়ে চীনকে বিধঁতে ছাড়েননি ট্রাম্প। যদিও প্রথম থেকেই এই ধরনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে চীন। বরং চীনের পালটা দাবি, করোনা মোকাবিলায় সারা বিশ্বের পাশে দাঁড়িয়েছে চীন।