চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, তারা ৩১টি প্রাদেশিক অঞ্চল এবং অর্থনৈতিক ও আধা সামরিক সংস্থা জিনজিয়াং প্রোডাকশন এন্ড কনস্ট্রাকশন কোরের পাঠানো রিপোর্টে ৫,০৯০ জন নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত এবং ১২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নিহতদের মধ্যে ১১৬ জন হুবেই প্রদেশের, ২ জন হেইলংজিয়াংয়ের এবং আনহুই, হেনান ও চংকুইংয়ে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
কমিশন জানায়, বৃহস্পতিবার অপর ২,৪৫০ জন ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ২,১৭৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তবে সুস্থ হওয়ার পরে ১,০৮১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এদিন পর্যন্ত চীনে মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,৮৫১ জন এবং মৃতের সংখ্যা ১,৩৮০জন।
ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরে মোট ৬,৭২৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।-বাসস