চীনে একটি কিন্ডারগার্টেন স্কুলে অতর্কিত হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলায় ছুরিকাঘাতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় ৩ শিশুসহ একজন শিক্ষক এবং দুজন অভিভাবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সকাল ৮টার দিকে লিয়ানজিয়াং শহরে উ নামক ২৫ বছর বয়সী একজন যুবককে গ্রেপ্তার করেছে তারা। পুলিশ হামলাটিকে ইচ্ছাকৃত আক্রমণ বলে অভিহিত করেছে।
কিন্ডারগার্টেনের কাছে কাজ করা একজন দোকান মালিক জানান, আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে।
চীনে হিংসাত্মক অপরাধ তুলনামূলকভাবে বিরল, তবে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর স্কুলগুলোতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।