চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র উহান শহরের আশেপাশে গণপরিবহণ বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ কোটি ৬০ লাখ লোক। ভাইরাস নিয়ন্ত্রণে আজ শনিবার (২৫ জানুয়ারি) আরো পাঁচ শহরে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নগরীসমূহের মধ্যে গণপরিবহণ যোগাযোগসহ মহাসড়কে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের মোট ১৮টি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।