চীনে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল আবার শুরু হচ্ছে। তবে মানতে হবে নানা বিধি নিষেধ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্লেনের যাত্রীদের দেহে কোভিড-১৯ পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে চীন।
চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান যাত্রীরা তাদের ফ্লাইট বুক করার পর বিমানে আরোহণের আগেই করোনায় আক্রান্ত হননি, এটির প্রমাণ দিতে হবে। দেখাতে হবে তাদের সাম্প্রতিক করোনা ভাইরাস টেস্টের নেগেটিভ ফল।
সিভিল এডমিনিস্ট্রেশন অব চায়না জানিয়েছে, ফ্লাইটের তারিখের অন্তত ৫ দিন আগে যাত্রীদের নিউক্লিক এসিড টেস্ট করতে হবে। সেই সংশ্লিষ্ট দেশের চীনা দূতাবাসের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই টেস্ট করাতে হবে।
আরো জানানো হয়, যারা করোনা ভাইরাস নেগেটিভ ফলের প্রমাণ দেখাতে পারবে না, তাদের বিমানে আরোহণ করতে দেয়া হবে না।