চীনের জিয়ান শহরে বৃষ্টিপাতের ফলে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬ জন।
এঘটনায় গতকাল (১৩ আগস্ট) রোববার চীনের প্রাদেশিক বন্যা, খরা নিয়ন্ত্রণ ও ত্রাণ সদরদপ্তর এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিশেষ সভা করেছে।
সভায় লিয়াওনিং, শানজি, তিয়ানজিন এবং চংকিংয়ের মতো প্রদেশগুলোতে বন্যা প্রতিরোধ ও জরুরি পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়েছে।
ভূমিধসে গাছপালা, রাস্তাঘাট এবং দু’টি বাড়ি ধ্বংস হয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে ৯ শতাধিক বাড়িঘরে। শহরটি থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৮শ’৫৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃষ্টিপাতে শহরের চারটি জলাধার উপচে পড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শহরটিতে জরুরি ব্যবস্থাপনা জারি করেছে কর্তৃপক্ষ। সূত্র: চ্যানেল আই অনলাইন