চীনের পূর্বাঞ্চলে রোববার (৩১ মার্চ) একটি বৈদ্যুতিক নির্মাণ কারখানায় বিস্ফোরণে সাত জন নিহত ও অপর পাঁচ আহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, “কুশান ওয়াফার টেকনোলজি কর্পোরেশন লিমিটেড” এর ওই কারখানার বিস্ফোরণের পর আগুন পার্শ্ববর্তী কারখানায় ছড়িয়ে পড়ে। আহত পাঁচ জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সরকারের অফিসিয়াল সামাজিক মাধ্যম উইচ্যাট সূত্রে জানা যায়, জিয়াংশু প্রদেশের কুনশানে একটি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানার বাইরে ধাতব টুকরা রাখার গুদামের এক কন্টেইনার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার সূত্রে আরো বলা হয়, ‘কুশান ওয়াফার টেকনোলজি কর্পোরেশন লিমিটেডের ওই কারখানার বাইরে এ দুর্ঘটনার কারণ জানার জন্য এখনো তদন্ত চলছে।’
চীনের সাম্প্রতিক সময়ের ভয়াবহ বিস্ফোরণের প্রায় এক সপ্তাহ পর এই ঘটনাটি ঘটল। আগের ঘটনায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু ও কয়েকশ আহত হয়।