ডিএমপি নিউজ: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২১ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার এ ভূমিকম্পে গুড়িয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর। এর ফলে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে পড়েছে। খবর: এপি।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ২০১৭ সালের পর দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। প্রদেশের রাজধানী চাংদু ও কয়েকশ কিলোমিটার দূরের শহর শিয়ান ও ছাংশায়ও ভূকম্পণ অনুভূত হয়েছে। এসব এলাকার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তি লুদিং শহরের ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। গ্রীষ্মকালীন দাবদাহের পর এখন কভিড–১৯ সংক্রমণের কারণে লকডাউন দেয়া হয়েছে চাংদু শহরে।
প্রথম ভূমিকম্পের কয়েকটি মিনিট পর চেংদু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইয়ান শহরে ৪ দশমিক ২ মাত্রার আফটার শক (পরাঘাত) হয়। লুদিং শহরে ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে মানুষ দাঁড়িয়েও থাকতে পারছিল না। অনেক বাড়িতে ফাটল দেখা দেয়।
এতে লোকজনকে ভবনগুলো ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ ভূমিকম্প কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে মোট ৩৯ হাজার মানুষ বাস করেন। ১০০ কিলোমিটারের মধ্যে বাস করেন ১৫ লাখ ৫০ হাজার জন মানুষ।