চীন ও ভারতের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জানা গেছে, আগামী ২০২০ সালের মধ্যে চুক্তির লক্ষ্য পূরণ করা হবে বলে দুই দেশ স্থির করেছে। এ বৈঠকে দুটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। প্রথমটি নদীর পানি সংক্রান্ত তথ্যের আদান প্রদান। দ্বিতীয়টি হলো, চীনে ভারতের চাল রফতানি বিষয়ে। বাসমতি চাল ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে অন্য চাল নিতেও সম্মতি জানায় চীন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের স্থায়ী সদস্যপদ পাওয়ার পর এবারই এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে ভারত। তার আগে টুইটে নিজের সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে ভারত ছাড়াও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য চিন, রাশিয়া, কাজাকস্থান, কিরগিজস্থান, তাজিকস্থান, উজবেকিস্থান ও পাকিস্তান।