চীন ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে দেশ দুইটির মধ্যে চলমান উত্তেজনার কারণে এই বৈঠক বাতিল হয় বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি হওয়ার কথা ছিল।
বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করলেও চীনা কর্মকর্তারা এটি বাতিলের পক্ষে কোনো কারণ দেখাননি। ভিয়েতনামও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দৃশ্যত দক্ষিণ চীন সাগর নিয়ে দেশ দুইটির মধ্যে বিদ্যমান উত্তেজনাই বৈঠক বাতিলের কারণ হিসেবে কাজ করেছে বলে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।
বৈঠকটি বাতিল হওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘এরইমধ্যে সাক্ষাৎ হয়ে গেছে’। তবে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় কাছ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের একাধিক কৃত্রিম দ্বীপ তৈরির ঘটনায় বেইজিংয়ের সঙ্গে ভিয়েতনামসহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে শীতলতা দেখা দেয়। রবিবার আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে উদ্বেগ জানায় ভিয়েতনাম। এসব দ্বীপে চীনা সামরিক উপস্থিতিরও সমালোচনা করে ভিয়েতনাম। এরপর দেশ দুইটির মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিলের খবর আসে।