চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র আমন্ত্রণে চীন সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি তিনটি দেশ সফর করছেন। চীন সফরকালে রুহানি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। আর বক্তব্যে তুলে ধরবেন মার্কিন চরিত্র। খবর প্রেসটিভি।
হাসান রুহানি সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বিষয়ে চীনা প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।
ইরানের উচ্চ ক্ষমতাসম্পন্ন একদল প্রতিনিধি রুহানির সঙ্গে চীন সফরে গেছেন। ৯ ও ১০ জুন চীনের চিংদাও শহরে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ওই সংস্থার পর্যবেক্ষক দেশ।
সংস্থাটির স্থায়ী সদস্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান।
উল্লেখ্য, গত ৮ মে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।