ডিএমপি নিউজ : রাজধানীর উত্তরা এলাকায় চুরির ঘটনায় মামলা রুজুর দুই ঘন্টার মধ্যে চুরি হওয়া ৪৫ হাজার টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সাগর (৩৯)।
বুধবার (১৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় উত্তরার আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গাজীপুরের বাসিন্দা জনৈক শাকিল মিয়া বাদী হয়ে গতকাল ১২ নভেম্বর ২০২৪ খ্র্রি. তারিখে উত্তরা পূর্ব থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বাদী শাকিল মিয়া কম্পিউটার কেনার জন্য নগদ ৪৫ হাজার টাকা নিয়ে বসুমতি বাসযোগে বিকেলে উত্তরার রাজলক্ষী শপিং কমপ্লেক্সে আসেন। বাস থেকে নামার সময় তার সাথে থাকা নগদ ৪৫ হাজার টাকা চুরি হয়।
মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত চোরকে শনাক্ত করা হয়। এরপর আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোর সাগরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে চুরির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত সাগর একজন পেশাদার চোর। সে ইতোপূর্বে একাধিকবার চুরির ঘটনায় পুলিশের নিকট গ্রেফতার হয়েছিল। গতকালের ৪৫ হাজার টাকা চুরির সাথে সে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।