ডিএমপি নিউজ : চুরি হওয়া নবজাতককে কোলে ফিরে পেয়েছেন মা হোসনে আরা। সন্তানকে ফিরে পেয়ে মা খুশি, পরিবারে বইছে আনন্দ। বগুড়ায় চুরি হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার হলো নবজাতক। গতকাল বগুড়া জেলার গাবতলী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বগুড়া সদরের ঝোপগাড়ী এলাকার রুবেল হোসেনের স্ত্রী হোসনে আরা। ২৮ মার্চ সন্তান প্রসবের জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের গাইনি বিভাগের ৩৫ নম্বর বেডে ভর্তি হন। পরদিন ২৯ মার্চ একটি ছেলে শিশু জন্মগ্রহণ করে। ১ লা এপ্রিল সকাল ৯টার সময় প্রসূতি হোসনে আরার মা রেহেনা বেগম হাসপাতালের গাইনি ওয়ার্ডের পাশেই শিশুকে রোদে ধরেন। এ সময় রত্না বেগম নামের অপরিচিত মহিলা নবজাতকের নানী রেহেনা বেগমকে কৌশলে কাপড় আনতে পাঠিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপি নিউজকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে গাবতলী থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান শুরু করে। প্রাথমিকভাবে সোর্স লাগিয়ে জানা যায়-চোর দম্পতি শেরপুর থানা এলাকায় অবস্থান করছে। গাবতলী থানা পুলিশ এসে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় তাদেরকে মাজবাড়ি এলাকায় আনতে সক্ষম হয়। পরবর্তীতে মাঝবাড়ি গ্রামের ঐ নিঃসন্তান ফুল মিয়া ও লাবণী আকতাদের নিকট থেকে শিশুটি উদ্ধার করে বিকালে তার মা-বাবার কাছে হস্তান্তর করে পুলিশ।