রাজধানীর উত্তরা ৬ নং সেক্টর থেকে চুরি হওয়া একটি পিকআপ গাড়ি মামলা রুজু হওয়ার ১৮ ঘন্টার মধ্যে সবুজবাগের বাসাবো থেকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর ২০২৪খ্রি.) সকাল ১১:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে সবুজবাগ থানাধীন বাসাবো কুসুমবাগ এলাকার ৩ নং রোডের ৮/৩ নং বাসার সামনের পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরা ৬ নং সেক্টরের ১৩/এ রোড থেকে একটি পিকআপ গাড়ি চুরির অভিযোগে শুক্রবার (১ নভেম্বর ২০২৪ খ্রি.) বাদী আমিনুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৪ খ্রি. রাত আনুমানিক আড়াই ঘটিকায় প্রতিদিনের ন্যায় উত্তরার ৬ নং সেক্টরের ১৩/এ রোডের পশ্চিম পাশে বাদী আমিনুল ইসলাম ভূইয়া তার ঢাকা মেট্রো ন-১২-৮১০০ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ গাড়িটি রেখে বাসায় চলে যান। পরদিন সকাল সাত ঘটিকায় ঘুম থেকে উঠে তিনি দেখেন তার মোবাইলে জিপিএস ট্র্যাকারের একটি মেসেজ এসেছে। তিনি মেসেজটি দেখে ওই রাস্তায় গিয়ে দেখেন তার পিকআপটি গাড়িটি নেই। তিনি আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুজি করেও গাড়িটি পাননি। বাদীর ধারণা, ৩১ অক্টোবর ২০২৪ খ্রি. রাত আনুমানিক আড়াই ঘটিকা থেকে পরদিন সকাল সাত ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা পিকআপ গাড়িটি চুরি করে নিয়ে গিয়েছে।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (২ নভেম্বর ২০২৪খ্রি.) সকাল ১১:৪৫ ঘটিকায় পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া পিকআপ গাড়িটি বাসাবো থেকে সবুজবাগ থানা পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। উত্তরা পূর্ব থানা পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে , চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পর পুলিশের তৎপরতার কারণে অজ্ঞাত আসামীরা উক্ত রাস্তার উপর চুরি হওয়া পিকআপ গাড়িটি ফেলে রেখে গিয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।