চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই সপ্তাহ পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত ১০ জনের মৃতদেহ হাস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।
চকবাজার থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. মুরাদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তরকারি বিক্রেতা নুরুল হক ও রিকশাচালক ইব্রাহিমের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে আর সনাক্ত হওয়া দুলাল কর্মকারেরে স্বজনরাও আসছে।
তিনি বলেব, বুধবার ডিএনএর মাধ্যমে সনাক্ত হওয়া ১১ মৃতদেহের মধ্যে ৮ টি স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়।
বুধবার মৃতদেহ হস্তান্তর হয় আহসানুল্লাহ, ফাতেমাতুজ জোহরা বৃষ্টি, তানজীল হাসান রোহান, নুরুজ্জামান, সালেহ আহমেদ লিপু তার স্ত্রী নাসরিন জাহান, শাহিন আহমেদ এবং এনামুল হকের মৃতদেহ।
চুড়িহাট্টা মোড়ের আগুনে দগ্ধদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে চারজনের মৃত্যু হওয়ার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।