ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটি ১-১ গোলের ড্রয়ে রুখে দিয়েছে তার দল চেলসিকে। উইলফ্রেড এনডিডির ভুলে পিছিয়ে পরার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে লেস্টার সিটি। আর তাতে মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না চেলসি।
ম্যাচের সপ্তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে অসতর্ক এনডিডির কাছ থেকে বল কেড়ে নেন ম্যাসন মাউন্ট। দ্রুত ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড।
বিরতির পর শুরু থেকে চেলসির রক্ষণে চাপ বাড়ায় লেস্টার। ৬৭তম মিনিটে সমতায় ফেরে তারা। কর্নার থেকে হেড করে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এনডিডি।